সকলকে জয় যীশু, 
আমি Bhaskar Basak,  একজন খ্রীষ্ট বিশ্বাসী হিসেবে আমি ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি, কিন্তু বাইবেলের বাক্যানুসারে বিশ্বাসীদের জীবনে Persecution তো আসবেই, বর্তমানে আমার জীবনেও আসছে। আমি একটি সম্পূর্ণ হিন্দু পাড়ার মধ্যে বসবাস করি এবং একটি হিন্দু পরিবারেই আমার জন্ম। ছোটোবেলা থেকেই আমি গানবাজনা ভালবাসতাম, তাই আমার মা আমাকে বাজনা শেখার জন্য Local Church-এর Evangelist কাকুর কাছে পাঠান, এবং আমার খুব উৎসাহ দেখে তিনি খুশি হতেন। গানবাজনার পাশাপাশি প্রত্যেক রবিবার Worship Service-ও Attend করতাম, কিন্তু প্রভু যীশু কে ?    সেটা আমি জানতাম না। যখন আমি খুব ছোটো ছিলাম, তখন একবার একটা কাগজে একটা ছবি দেখে অবাক হয়েছিলাম। আপনারা জানেন কিসের ছবি ছিল ওটা ?     ওটা ছিল একটা ভয়ঙ্কর ছবি। ওখানে একটা লোককে তার হাতে ও পায়ে পেরেক গেঁথে মারা হচ্ছে। 
                       আমি জানতাম না যে লোকটি কে, আর কেনই বা তাকে এরকম নৃশংসভাবে মারা হচ্ছে! 
       সেই প্রশ্নের উত্তর আমি তখন পাইনি, কিন্তু আমি সেটার উত্তর পেয়েছি বাইবেলে। 
             আমি জানতে পেরেছি লোকটার নাম ও তাকে মারার কারণ। 
            আপনারা জানেন তার নাম কি ?
  তার নাম হল - যীশু খ্রীষ্ট। 
              আপনারা জানেন তার ওরকম নৃশংস ভাবে মৃত্যুর কারণ ???
  তার মৃত্যুর কারণ হলাম - আমি ও আপনি (সমগ্র মানবজাতি)।  তিনি আমাদের পাপার্থক বলি রূপে মৃত্যুবরণ করেছেন যেন আমরা পাপ থেকে উদ্ধার পাই, তিনি জাতি ধর্ম বর্ণ কিছুই বিবেচনা করেননি, তিনি সকলকেই প্রেমে আবদ্ধ করেছেন, তার রক্ত আমাদের দান করেছেন। 
               তার সম্পর্কে এই অভিজ্ঞতা হবার পর আমার মন তার প্রতি ব্যাকুল হয়ে ওঠে। 
               কিন্তু শত ব্যাকুলতা ও ভালোবাসা থাকা সত্বেও আমি তাকে গ্রহণ করতে পারিনি সেই সময়ে,
      এর মাত্র দুটি কারণ ছিলো - ১. বিশ্বাসের পরিপূর্ণতার অভাব। 
   ২. সমাজ, পাড়া-প্রতিবেশীর ভয়।
                কিন্তু আমি আস্তে আস্তে বাইবেল পাঠ করার মধ্য দিয়ে ঈশ্বর ও প্রভু যীশুর প্রতি বিশ্বাসে দৃঢ় হতে থাকি, কিন্তু তবুও আমি তাকে সম্পূর্ণ রূপে গ্রহণ করতে পারিনি, যতদিন না আমার জীবনে তার কোনো Miracle ঘটে। 
                আর সেই Miracle দ্বারা ঈশ্বর আমাকে তার পথে চালিত করেছেন।
                  বিগত দুই বছর আগেকার কথা, 
আমি একটি Company-র সাথে যুক্ত ছিলাম, সেই কাজে আমাকে একদিন রাতে ট্রেনে করে সাঁইথিয়া থেকে ধানিয়াখালি যেতে হয়েছিলো। 
                  আর প্রথমবার আমি একা রাতের বেলায় একটা অচেনা জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাহায্য নিয়ে। 
                    যথারীতি ট্রেনে করে যাচ্ছিলাম, কিন্তু আমার গন্তব্যস্থল চলে আসা সত্বেও আমি বুঝতে পারিনি যে আমি পৌঁছে গেছি। হঠাৎ ট্রেন ছাড়ার সময় আমি বাইরে জানালা দিয়ে তাকাই, আর দেখতে পাই ধানিয়াখালি স্টেশন। আর সেই সময় আমি নির্বোধের মত চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। 😔
                   আর ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে, ট্রেন থেকে পড়ে যাওয়া সত্বেও আমার শরীরে একটা আঁচড় তিনি লাগতে দেননি। বাইবেলের বাক্যের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি আমার জীবনকে রক্ষা করেছেন। 
    কারণ লেখা আছে - “কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাঁহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন।  তাঁহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে।”
(গীতসংহিতা  91:11‭-‬12 BENGALI-BSI)
                 সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যে যাই বলুক, আমি প্রভুকে সম্পূর্ণরূপে আমার জীবনে আহ্বান করতে চাই। আর বিগত 2017 সালে আমি Baptised হই। 
              এখন আমি খ্রীষ্টের প্রেমকে প্রচার করতে লজ্জাবোধ করি না, কারণ আমি জানি আমি কাকে বিশ্বাস করি। 
              সমাজের Persecution তো থাকবেই, তার মধ্য দিয়ে খ্রীষ্টের প্রেমের বানী প্রচার করাই আমার জীবনের মূল উদ্দশ্য। 
              আর প্রভু যীশুর আদেশ - “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”
       (মথি 28:19‭-‬20 BENGALI-BSI)
            তাই সুসমাচার প্রচার করা আমাদের কর্তব্য।
আর একটা কথা - 
       ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা সুসমাচার প্রচার করার অধিকার পেয়ে থাকি Indian Constitution, Article Number 25 এ [(1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.]
             অতএব খ্রীষ্টেতে আমার ভাই ও বোনেরা, আসুন আমরা সকলে মিলে প্রেমের বানী প্রচার করি। 
                           PRAISE THE LORD! 🙏